পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনের বোতলজাত জল ব্যবসায়ী ঝাং শানশান এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় ১ নম্বরে স্থানে উঠে এলেন। চলতি বছরে তাঁর সংস্থার মোট সম্পদের পরিমাণ ৭০.৯ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে শানশানের সম্পদের পরিমাণ ৭৭.৮ বিলিয়ন ডলার।
এশিয়ার প্রথম স্থানাধিকারী এবং বিশ্বে ১১ নম্বরে থাকা রিলায়েন্স সংস্থার চেয়ারমান মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ঝা শানশান ১ নম্বরে উঠে এলেন। বর্তমানে মুকেশ আম্বানি এশিয়ায় ২ নম্বর এবং বিশ্বে ১২ নম্বর স্থানে রয়েছেন। রিলায়েন্সের শেয়ারে লাগাতার পতনের কারণে মুকেশ আম্বানির নেট সম্পত্তির পরিমাণ এখন ৭৬.৯ বিলিয়ন ডলার। শানশানের বোতলবন্দি জল সংস্থা নংফু স্ট্রিং এবং করোনা ভ্যাকসিন কোম্পানি ভেন্টোনা বায়োলজিক্যাল এন্টারপ্রাইজ। করোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা হিসেবে শানশানের দু’টি সংস্থাই চিন এবং হংকং-এ খুবই জনপ্রিয়। ইতিমধ্যেই ভেন্টোনার শেয়ার মূল্য ২০০০ শতাংশ ছাড়িয়েছে। লকডাউন চলাকালীন চাহিদা বাড়ার কারণে নংফু স্ট্রিং-এর শেয়ারেও ১৫৫ শতাংশ বৃদ্ধি রেকর্ড হয়েছে।
৬৬ বছরের শানশান চিনে ‘লোন উলফ’ নামে পরিচিত। তাঁর অর্জিত সম্পত্তির পরিমাণ চিনের সবচেয়ে ধনী ব্যক্তি, আলিবাবার জ্যাক মা-কেও পিছনে ফেলেছে। উল্লেখ্য, নিজের ব্যবসা শুরুর আগে শানশান কনস্ট্রাকশন ওয়ার্কার, সাংবাদিক,হেলথ সেক্টর এবং বোতলজাত জল বিক্রয় এজেন্ট হিসেবে কাজ করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন