দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন, 20 জানুয়ারি : বিশ্বভারতীতে কর্মী সাসপেন্ড হয়েছেন, অধ্যাপক সাসপেন্ড হয়েছেন, পড়ুয়া সাসপেন্ড হয়েছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থের সাথে যাঁরা বিভিন্ন ভাবে যুক্ত, তাঁদের সাসপেন্ড করা হচ্ছে। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুমত, বহুস্বরকে রোধ করার চেষ্টা করা হচ্ছে। বুধবার বোলপুরের সিপিএমের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে এভাবেই উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ করেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ।
তিনি বলেন, অমিত শাহ ও স্বপন দাশগুপ্তের মতো বিভেদকামী মানুষকে জামাই আদর করে নিয়ে এসে সহিষ্ণুতার ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে বিশ্বভারতীকে সাম্প্রদায়িকতার আখড়া বানানোর চেষ্টা হচ্ছে। সি এএর মত দানবীয় আইনের সমর্থনে জনমত তৈরির চেষ্টা করছেন উপাচার্য। যেটা তার কাজ নয়। রবীন্দ্রনাথের ছবি নিয়ে ফ্যাসিস্ট শক্তির দালালী করছেন তিনি। কেন্দ্র সরকার আগেই নালন্দা বিশ্ব বিদ্যালয় থেকে অমর্ত্য সেনকে সরিয়েছেন। এখন জমি নিয়ে পিছনে পড়েছে। যেটি আলোচনার মাধ্যমে মেটাতে পারতেন উপাচার্য। কিন্তু বিশ্ব বরেণ্য অমর্ত্য সেনকে অপমান করে বাঙালিকে অপমান করছেন তিনি। অবিলম্বে ছাত্র সোমনাথ সাউ, ফাল্গুনী পান এবং অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য্য সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও পড়ুয়াদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। রবীন্দ্রনাথের মত গনতান্ত্রিক মুক্ত ভাবনার পরিবেশে এই উপাচার্য বেমানান। তাই তিনি কখনও মেলার মাঠ পাঁচিল তুলে ঘেরা এবং কখনও আশ্রমিকদের কথা না শুনে বিতর্কিত হয়ে উঠছেন। আমরা বিশ্বভারতীর ভিতরে ও বাইরে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনমত গঠন করবো। পাশাপাশি, প্রধান মন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে উপাচার্যকে সরানোর দাবি জানাবো। আমরা মজা করে বললেও এটা সত্যি যে, কোলকাতায় পিসি আর এখানে ভিসি। তাই গণ তন্ত্র ফেরানোর দাবিতে কোলকাতা বিশ্ববিদ্যালয়ে, যাদবপুরে ও প্রেসিডেন্সিতে "বিশ্বভারতী সংহতি" নামে আন্দোলন শুরু হয়েছে। আর সেটা সারা বাংলা ও দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে। সৃজন ভট্টাচার্য বলেন, "বিশ্বভারতীকে এক অচল অবস্থা সৃষ্টি করা হয়েছে । উপাচার্য রাজনৈতিক পক্ষ নিয়ে কথা বলছেন । যা কাম্য নয় । আমাদের চারটি দাবি । এক, উপাচার্যের পদত্যাগ । দুই, বিশ্বভারতীর ছাত্রদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে । তিন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ সম্মানের সঙ্গে মিটিয়ে ফেলতে হবে । চার, বিশ্বভারতীতে সাম্প্রদায়িকতার প্রবেশ বন্ধ করতে হবে ।’’
একটি মন্তব্য পোস্ট করুন