পুবের কলম প্রতিবেদক: স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 'দেশপ্রেম দিবস' করার দাবি দীর্ঘদিনের। যদিও কেন্দ্রীয় সরকার ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনকে 'পরাক্রম দিবস' হিসাবে ঘোষণা করেছে। এ নিয়ে রাজ্যের শাসকদল থেকে শুরু করে বিরোধী বাম–কংগ্রেস ও নেতাজি পরিবারেরও আপত্তি রয়েছে। এর মাঝে বড় ঘোষণা রেলের। ১২৫তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ শ্রদ্ধা জানাল রেলমন্ত্রক। এবার কালকা মেলের নাম পরিবর্তিত হয়ে নতুন নাম হবে নেতাজি এক্সপ্রেসস। এমনই ঘোষণা করেছে ভারতীয় রেল ৷
দিনের শুরুতেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এদিন ট্যুইট করে তিনি বলেন, ‘‘নেতাজির পরাক্রমে ভারতের স্বাধীনতা ও উন্নয়ন এক্সপ্রেস গতি পেয়েছিল। ‘নেতাজি এক্সপ্রেস’-এর ঘোষণার মধ্য দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করতে গিয়ে আমি রোমাঞ্চ অনুভব করছি ৷’’
একটি মন্তব্য পোস্ট করুন