কলকাতা, ২৭ জানুয়ারি: টেনশন থেকে সাময়িক স্বস্তি। সরকারি আশ্বাসে আপাতত স্থগিত বাস ধর্মঘট। আগামীকাল থেকে ৭২ ঘণ্টার বাস ধর্মঘট হচ্ছে না। বুধবার নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বেঠকের পর এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সংগঠন। তবে সেই সঙ্গে তাদের হুঁশিয়ারি, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে সরকারকে। দাবি না মানা হলে ফের ধর্মঘটের পথেই হাঁটবেন তারা।
পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে টানা ৭২ ঘণ্টা বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহণ সংগঠনগুলি। ন্যূনতম ভাড়া দ্বিগুণ না করলে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অন্তত তেমনই দাবি বাস মালিকদের।আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ-সভাপতি সুরজিৎ সাহা জানান, ''সরকার আমাদের বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছে। ডিজেলের উপর থেকে কর কমানো নিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হবে বলে আশ্বাস মিলেছে। মুখ্যসচিব জানিয়েছেন যে কেন্দ্র কর কমানোয় পদক্ষেপ নিলে রাজ্যও ডিজেল থেকে করের অঙ্ক কমিয়ে দেওয়া হবে।''
একটি মন্তব্য পোস্ট করুন