কলকাতা, ২২ জানুয়ারি: কোভিশিল্ডের পর এবার শহরে এল কোভ্যাকসিন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কোভিশিল্ডের মতোই ভ্যাকসিনগুলিকে বাগবাজারের স্টোরে মজুত রাখা হয়েছে।তবে কবে, কোথায় কখন ভ্যাকসিনগুলি দেওয়া হবে, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রের সঙ্গে আলোচনার পর এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
১২ জানুয়ারি শহরে এসেছে কোভিশিল্ডের ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ। শুরু
হয়েছে টিকাকরণ প্রক্রিয়াও। এবার এল ভারত বায়োটেক ও আইসিএমআর-এর কোভ্যাকসিন। ১ লক্ষ
৬০ হাজার ডোজ এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। টিকা সুরক্ষিত
রাখার জন্য এদিন সকাল থেকেই বাগবাজারে কেন্দ্রীয় স্টোরে প্রস্তুতি ছিল তুঙ্গে। বাগবাজারে রাখা হয়েছে ১
লাখ ১২ হাজার ডোজ। আর বাকি ৫০ হাজার ডোজ রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন
স্টোরে।
যদিও ইতিমধ্যেই কোভ্যাকসিন নিয়ে মানুষের মনে দোলাচল শুরু হয়েছে।সম্প্রতি
ভারত বায়োটেক নিজেদের ওয়েবসাইটে কোভ্যাকসিনের ব্যাপারে সতর্কতা জারি করে। তাদের
তরফে জানানো হয়, বেশ কয়েকটি ক্ষেত্রে তাদের কোভ্যাকসিন গ্রহণ করা উচিৎ হবে না।
একটি মন্তব্য পোস্ট করুন