পুবের কলম প্রতিবেদক: লকডাউন পরবর্তী সময়ে সব কিছুই খুলে গিয়েছে।গণপরিবহন থেকে শুরু করে বাজার–হাট, সবই খোলা। তবে কলেজ–বিশ্ববিদ্যালয় কেন বন্ধ থাকবে? প্রশ্ন তুলে ছাত্রছাত্রীদের স্বার্থে ক্লাসরুমে পঠন–পাঠন শুরুর দাবি তুলল ছাত্র সংগঠন এআইডিএসও। মঙ্গলবার এ দাবি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে ডেপুটেশনও দেওয়া হয়।
সংগঠনের
কলকাতা জেলা সম্পাদক আবু সাঈদ বলেন, করোনা অতিমারি পরিস্থিতির নয় মাস অতিক্রান্ত হওয়ার পর যখন প্রায় সমস্ত কিছু স্বাভাবিক ছন্দে ফিরছে। অফিস-আদালত,
দোকান-বাজার প্রভৃতি খুলে দেওয়া হয়েছে। অথচ রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা ও ক্লাসরুম পঠন-পাঠনের কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে বিগত নয় মাস ধরে ছাত্রছাত্রীরা পঠন-পাঠন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী শিক্ষার আঙিনা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতির মধ্যে প্রায় প্রতিটি স্তরেই ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। কোথাও
কোথাও অনলাইন ক্লাস শুরু হলেও তা কোন মতেই ক্লাসরুম পঠন-পাঠনের বিকল্প হতে পারেনি। বড় সংখ্যক ছাত্রছাত্রী এই অনলাইন মাধ্যমের বাইরে থাকতে বাধ্য হয়েছে। আমাদের
দাবি, অবিলম্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রনাধীন সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসরুম পঠন-পাঠন শুরু হোক।
জেলা সভাপতি সুমন দাস বলেন, ছাত্র আন্দোলনের চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক স্তরে চূড়ান্ত বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে বাধ্য হয়েছিল। কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও ফলপ্রকাশ না
হওয়ায় ছাত্রছাত্রীর
সমস্যায় রয়েছে,
কোথাও ভর্তি হতে পারছে না। এই সমস্যা
সমাধানে উদ্যোগী
হওয়ার জন্যেও
আমরা দাবি
জানাচ্ছি।
একটি মন্তব্য পোস্ট করুন