দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ০৬ জানুয়ারি:রামপুরহাট পৌরসভার উদ্যোগে শুরু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের কাজ। রামপুরহাট পুরসভার ৬,৭,৯,১১,১৭ পাঁচটি ওয়ার্ডে মডেল হিসেবে বাড়ি আবর্জনা সংগ্রহের কাজের সূচনা বৃহস্পতিবার থেকেই। বুধবার ৬ জানুয়ারি সেই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বোর্ড অফ এডমিনিষ্ট্রটিভ সদস্যা মীনাক্ষী প্রাক্তন উপপৌরপতি সৌমেন ভগৎ তথা কোর্ডিনেটর এবং পৌরসভার অন্যান্য আধিকারিক বৃন্দ ।এদিন ১২,১৭ সহ বিভিন্ন ওয়ার্ডে অল্প অল্প বিন বা ময়লা ফেলার পাত্র বিলি করা হবে। যদিও, আগে বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু পাত্র বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এদিন মোট কুড়িটি টোটো ভ্যান এবং সাতটি ই- রিস্কোর শুভ উদ্বোধন করা হয়।যেগুলি আপাতত পাঁচটি ওয়ার্ড বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজ করবে ।আগামী দিনে রামপুরহাট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড এই কর্মসূচি গ্রহণ করা হবে। বলে জানান রামপুরহাট পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুষেন মন্ডল। তিনি বলেন, সরকার আপাতত আমাদের ২০ টি ট্রাই সাইকেল, ৪ টি লাল ও চারটি নীল বালতি ও ৬টি হাইড্রলিক সিস্টেম এবং চেম্বার সহ ই- রিক্সা ভ্যান সরবরাহ করেছে। প্রতিটি বাড়ি থেকে আলাদা করে পচনশীল ও অপচনশীল আবর্জনা সংগ্রহ করে আনবে। সেই সংগৃহীত আবর্জনাকে প্রতিটি ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে থাকা ই- রিক্সা ভ্যানের চেম্বারে রাখা হবে। যা পর্যায়ক্রমে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন