সান দিয়েগো, ১২ জানুয়ারিঃ এই প্রথম গরিলার দেহে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল। আমেরিকার সান দিয়েগো চিড়িয়াখানায় দুটো গরিলার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে অন্যান্য দেশে কিছু বন্য প্রাণীর করোনা হলেও এই প্রথম গরিলার করোনা ধরা পড়ল। সান দিয়েগো চিড়িয়াখানার ডাইরেক্টর লিসা পিটারসন জানিয়েছেন,একটা কক্ষে ৮টা গরিলা ছিল। তাই সন্দেহ করা হচ্ছে, তারা সকলেই করোনায় আক্রান্ত হয়েছে। তাই সবার টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়েছে। গরিলার কাশি ও হাঁচির উপসর্গ থেকে সন্দেহ হওয়ায় স্যাম্পল টেস্ট করে জানা যায়, দুটো গরিলা করোনা পজিটিভ হয়েছে। লিসা এও বলেন, খুব সম্ভবত চিড়িয়াখানার কোনও কর্মীর থেকেই গরিলাদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। উল্লেখ্য,অনেকদিন আগেই এই চিড়িয়াখানায় করোনা সন্দেহ করা হচ্ছিল। তাই গত ৬ ডিসেম্বর সন দিয়েগো জু-র দরজা পাবলিকের জন্য বন্ধ করে দেওয়া হয়। সব প্রাণীকে পৃথক কক্ষে রাখা হয়েছে, যাতে একজনের থেকে অন্যের দেহে ভাইরাস সংক্রামিত না হয়।
একটি মন্তব্য পোস্ট করুন