পুবের কলম প্রতিবেদকঃ নারদ মামলায় দুসপ্তাহের মধ্যে সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, নারদ মামলায় সিবিআই চার্জশীট পেশ করুক এই বিধান সভার অধ্যে ক্ষর অনুমতি ছাড়ায়। এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।
এদিন মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, চার্জশীট পেশ করার জন্য বিধান সভার অধ্যেক্ষর অনুমতি প্রয়োজন হয়। কিন্তু,এখনও পর্যন্ত সিবিআই বিধান সভার অধ্যেক্ষর কাছে কোনও অনুমতি নেয়নি বলে জানান রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার। এতো সময় পরেও সিবিআই চার্জশীট পেশ করার জন্য কেন অনুমতি নেয়নি তা নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। যদিও সিবিআইয়ের তরফে জানানো হয় সত্যতা যাচাইয়ের জন্য যে ভিডিও ফুটেজ অ্যাপেল কোম্পানীতে পাঠানো হয়েছে তার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। অন্যদিকে, মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, চার্জশীট পেশ করার জন্য বিধানসভার স্পিকারের কোনও অনুমতি প্রয়োজন হয় না। উভয়পেক্ষর বক্তব্য শুনে আদালত আগামী দুসপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন