পুবের কলম প্রতিবেদকঃলা লিগায় দীর্ঘ দেড় দশক ধরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে খেলে যাচ্ছেন সার্জিও রামোস ও লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলে যাওয়ার পর এখন রামোস-মেসি দ্বৈরথ নিয়েই সবাই। তবে ভবিষ্যতে এই দুই কিংবদন্তিকে দেখা যেতে পারে একই পিএসজিতে। এমনই এমন আভাস দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলি। জানা গিয়েছে, চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায় ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোস। তাঁকে পেতে সুযোগের অপেক্ষায় রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন। মেসিকে পাওয়ার দৌড়েও আছে তারা। এদিকে চলতি মরশুমে রিয়ালের সঙ্গে রামোস ও বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। তাই ফ্রি এজেন্টে দুজনই পিএসজিতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ৩৫ বছর বয়সী রামোসের জন্য বাড়তি টাকা ঢালতে রাজি নন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সে জায়গায় বায়ার্ন মিউনিখ থেকে ডেভিড আলাবাকে আনতে চান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন