পুবের কলম ওয়েব ডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন পাকিস্তান ক্রিকেটার তথা ভারতীয় টেনিস স্টার সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। পিএসএলের ড্রাফট সেরে ফিরছিলেন শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ। শোয়েবের গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন। হাইওয়েতে দামী স্পোর্টস কারটির গতিও বেশি ছিল। নিয়ন্ত্রন রক্ষা করতে না পেরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারেন শোয়েব। পিছনে তখন রিয়াজের গাড়ি। সেই গড়িটিকে ওভারটেক করে বেরোতে গিয়েই যত বিপত্তি। শোয়েবের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও মালিক সুস্থ আছেন। আঘাত লাগলেও তা গুরুতর নয়। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও ভিতরের অংশটি একেবারে অক্ষত রয়েছে। সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে যাওয়ায় রক্ষা পেয়েছেন শোয়েব মালিক। নিজেই টু্ইট করে জানিয়েছেন, তিনি ভালো আছেন, সুস্থ আছেন।
একটি মন্তব্য পোস্ট করুন