পিয়ং ইয়ং, ১০ জানুয়ারিঃহোয়াইট হাউসে কে এল আর কে গেল তা উত্তর কোরিয়ার দেখার কোনও প্রয়োজন নেই। আমেরিকা উত্তর কোরিয়ার চিরশত্রু ছিল এবং থাকবে বলে জানালেন উত্তর কোরিয়ার একনায়ক নেতা কিম জং উন। বলেছেন,‘হোয়াউট হাউসে কে ক্ষমতায় বসল তা দেখার বিষয় নয়, বরং আসল কথাটি হল, আমেরিকাই আমাদের সবচেয়ে বড় শত্রু।’ কিমের মতে, ওয়াশিংটনে ক্ষমতার পরিবর্তন ঘটলেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের শত্রুতার নীতিতে কোনও বদল আসবে না। এভাবেই ট্রাম্পের বিদায়ের আগে এবং বাইডেনের ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগে উত্তর কোরিয়ার নেতা আমেরিকা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন। দলীয় সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় কিম জং মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দেন। একইসঙ্গে জাতীয় পরমাণু সক্ষমতা বাড়িয়ে চলারও কথা বলেন তিনি। তা হলে কি আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক বাইডেন জমানাতেও তিক্ত থেকে যাবে? কিম বলছেন, শত্রুতার নীতি না বদলালে একই অবস্থানে টিকে থাকবে পিয়ং ইয়ং।
একটি মন্তব্য পোস্ট করুন