পুবের কলম ওয়েব ডেস্কঃ পিতা হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সোমবার বিরাট পত্নী অনুষ্কা একটি কন্যা সন্তানের জন্ম দিলেন মুম্বইয়ে। উল্লেখ্য সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলেই দেশে উড়ে এসেছিলেন বিরাট কোহলি। জানুয়ারিতেই তাঁদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল।সোমবার নিজের কন্যা সন্তান হওয়ার খবর টু্ইটারে পোস্ট করেন খোদ ভারত অধিনায়ক। সেখানে তিনি লেখেন,‘একথা জানাতে খুব থ্রিলড লাগছে, যে আজ দুপুরে আমাদের একটি ছোট্ট কন্যা হয়েছে। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই,সকলের ভালোবাসা,প্রার্থনা ও শুভেচ্ছা পেয়েছি।’ সঙ্গে তিনি এও জানিয়েছেন,‘অনুষ্কা ও আমাদের ছোট্ট কন্যা দু’জনেই সুস্থ আছে। সবার আশির্বাদ নিয়ে জীবনের এই নতুন অধ্যায়টা শুরু করতে চলেছি। আশা করব সকলেই আমাদের এই ব্যাক্তিগত জায়গাকে সম্মান করবেন।’ নিজের ছোট্ট কন্যার ছবি অবশ্য সামনে আনেননি বিরাট। প্রসঙ্গত অনুষ্কা আগেই জানিয়েছিলেন তাঁদের সন্তানকে তাঁরা কোনওভাবেই প্রকাশ্যে আনবেন না ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার্থে।
একটি মন্তব্য পোস্ট করুন