উহান,১৪ জানুয়ারিঃ চিনের হুবেই প্রদেশের উহান থেকেই প্রথম কোভিড ভাইরাস ছড়িয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। এক বছর পর উহান সফরে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-র প্রতিনিধিদল। বুধবার সেখানে পরিদর্শনে গিয়ে প্রথমেই কোয়ারেন্টিনে গেলেন তাঁরা। উল্লেখ্য, চিনে গত ৮ মাস কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। কিন্তু হু-র টিম যাওয়ার ঠিক প্রাক্কালেই এক ব্যক্তি করোনায় মারা গেলেন। হু-র ১০ সদস্যের বিশেষজ্ঞ টিমের নেতৃত্বে রয়েছেন পিটার বেন এম্বারেক। ১০ দেশের একজন করে বিশেষজ্ঞ ও চিকিৎসা বিজ্ঞানীকে নিয়ে তৈরি হয়েছে এই হাই প্রোফাইল টিম। ১৪ মাস আগে চিনের উহান থেকে বিশ্বের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়ে কোভিড বা করোনা ভাইরাস। যার জেরে এ পর্যন্ত বিভিন্ন দেশে ৯ কোটি ২৮ লক্ষের মতো মানুষ সংক্রামিত এবং মারা গিয়েছেন ১৯ লক্ষ ৯০ হাজারের মতো মানুষ।
এর আগে করোনার উৎস খুঁজতে উহান পরিদর্শনে হু-র টিমকে অনুমোদন বা ভিসা দেয়নি চিন। হু-র তরফে কিন্তু একাধিকবার উহান সফরে যাওয়ার জন্য চিনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। চিন কিন্তু এর আগে সবুজ সংকেত দেয়নি। ফলে পুরো বিষয়টি এখনও রহস্যেমোড়া বা ধোঁয়াশাচ্ছন্ন রয়ে গিয়েছে। তবে হু-র টিম সেখানে গিয়ে যে অভাবনীয় কিছু আবিষ্কার করে ফেলবেন, এমনটা আশা করছেন না বিশেষজ্ঞ ও চিকিৎসা বিজ্ঞানীরা। এদিকে ডা. এম্বারেক বলেছেন,তাঁরা সকলেই চিনে পৌঁছে দু-সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন। তারপর তদন্তের কাজ শুরু করবেন এবং পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন। তিনি এও বলেন, একবার পরিদর্শন করলেই যে সবকিছু তথ্য উঠে আসবে,তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে কাজ চালিয়ে যেতে হবে। উল্লেখ্য, চিনে এখনও ৫টা শহর ও অঞ্চলে লকডাউন রয়েছে এবং একটা প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন