উত্তরপ্রদেশ, ১১ ফেব্রুয়ারি: কলেজ খুলতেই ক্লাসরুম থেকে উদ্ধার হল একটি নরকঙ্কাল। এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলেন পড়ুয়া থেকে কলেজ কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশের বেনারসের একটি কলেজের ঘটনা। কলেজ কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
করোনা অতিমারির কারণে বন্ধ ছিল কলেজ। এতদিন অনলাইনে চলেছে পড়াশোনা। আজ কলেজ খুলতেই কয়েকজন শিক্ষার্থী কলেজে আসেন। এরপরে ক্লাসরুমে গিয়ে তারা দেখতে পান সেখানে বেঞ্চের তলায় পড়ে রয়েছে একটি মানুষের কঙ্কাল। দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে। পুলিশে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে জানা গেছে, করোনার
কারণে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার সময় ভবঘুরেদের জন্য এখানে থাকা–খাওয়ার ব্যবস্থা করা
হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে সকলেই যে যার মতো চলে যায়। হয়তো কঙ্কালগুলি তাদের
মধ্যে কোনও একজনের। কোনও কারণে হয়তো এই ব্যক্তিটি বের হতে পারেননি। তারপর না খেতে পেয়ে
বেঘোরে প্রাণ হারিয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই সমস্ত ঘটনা পরিষ্কার হবে।
একটি মন্তব্য পোস্ট করুন