মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৩৭ জন যাত্রীর। এদের মধ্য ১৬ জন মহিলা ও একটি শিশু রয়েছে। মঙ্গলবার সকাল ৭.৩০ নাগাদ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে গিয়ে পড়ে। মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান ৩৭ জন। বাসে ৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রয়েছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকেরা। দ্রুতগতিতে উদ্ধারের কাজ চলছে।
জেলা পুলিশ সুপার ধরমবীর সিং জানিয়েছেন, 'মঙ্গলবার সকাল
৭.৩০ নাগাদ একটি যাত্রীবাহী বাস ৫০ জন যাত্রী নিয়ে রওনা দেয়। মধ্যপ্রদেশের
সিদ্ধি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে। ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এদের
মধ্যে ১৬ জন মহিলা ও একজন শিশু রয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)
সকাল থেকে উদ্ধার কাজ চালাচ্ছে। কি কারণে ্এ্ই
প্রধানমন্ত্রী দফতর থেকে ট্যুইট করে জানানো হয়,' 'মধ্যপ্রদেশে
ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটেছে। মৃতের পরিবাবের প্রতি সমবেদনা জানাই। স্থানীয়
প্রশাসনকে সক্রিয়ভাবে উদ্ধারকাজে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে মৃতের পরিবার পিছু ২
লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে।'
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক ভিডিয়ো বার্তায়
জানিয়েছেন, 'মধ্যপ্রদেশে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের প্রতি ৫ লক্ষ
টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। গোটা রাজ্যের মানুষ দুর্ঘটনাগ্রস্ত পাশে আছে।'
কেন্দ্রের প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতার মধ্যপ্রদেশ একটি
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মধ্যপ্রদেশ সরকারের যোগ দেওয়ার কথা
ছিল। দুর্ঘটনার কারণে সেই অনুষ্ঠান বাতিল করে রাজ্য সরকার। ভার্চুয়ালই এই
অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
একটি মন্তব্য পোস্ট করুন