উত্তরাখণ্ড, ১১ ফেব্রুয়ারি: হিমবাহ ভেঙে বিধ্বস্ত উত্তরাখণ্ড। বাড়ছে ঋষিগঙ্গার জল।ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। এদের মধ্যে ১০ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ ২০০ জনের বেশি মানুষ। তপোবন বিদ্যুৎ সুড়ঙ্গের মধ্যেই প্রায় ২৫–৩০ জন আটকে থাকার সম্ভাবনা রয়েছে।
সেনা, রাজ্য, কেন্দ্রীয় বিপর্যয়ে মোকাবিলা বাহিনীর প্রায় ৬০০ সেনা জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে
ঋষিগঙ্গার জল বাড়তে থাকায় তা উদ্ধারকার্যে দেরি হচ্ছে।
ইন্দো–পুলিশের ডিআইজি অপর্ণা কুমার জানিয়েছেন, টানেলের ভিতরে যারা আটকে রয়েছে,
তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এনটিপিসি নিখোঁজদের উদ্ধারে ভার্টিক্যাল ড্রিলিংয়ের ব্যবহার
করছে।
একটি মন্তব্য পোস্ট করুন