রিয়াধ, ১২ ফেব্রুয়ারি: কমপক্ষে এক হাজার দিন কারাবাসের পর মুক্তি পেলেন সউদি আরবের মহিলা অধিকারকর্মী লুজেইন আল হাথলুল। তিনি সউদি মহিলাদের গাড়ি চালানোর ও পুরুষ নেতৃত্বাধীন সমাজব্যবস্থায় বদলের জন্য প্রচার চালিয়ে গ্রেফতার হয়েছিলেন ২০১৮ সালের মে মাসে। বুধবার তাঁর বোন লিনা এক ট্যুইটে লেখেন, ' বাড়িতে এলেও তিনি মুক্ত নন। এখনও লড়াই থামেনি। সব রাজনৈতিক বন্দিদের মুক্ত না করা পর্যন্ত আমরা খুশি হতে পারব না'।তবে লুজেইনের মুক্তির বিষয়ে এখনও মন্তব্য করেনি সউদি সরকার।
২০১৮
সালের ডিসেম্বর মাসে সউদি আরবের এক আদালত তাকে সন্ত্রাস সংক্রান্ত অভিযোগে ৬ বছরের
কারাদণ্ডের নির্দেশ দেয়।
আন্তর্জাতিক
নিন্দার ঝড় উঠলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বলা হয়, বিদেশি অ্যাজেন্ডা
বাস্তবায়নের চেষ্টা করছেন তিনি। দেশের শৃঙ্খলা নষ্ট করতে ব্যবহার করেছেন
ইন্টারনেট। তবে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে রাষ্ট্রসংঘের মানবধিকার কর্মীরা।
হিউম্যান রাইটস ওয়াচও লুজেইনের বিরুদ্ধে মামলাকে বিচারের নামে প্রহসন বলে উল্লেখ
করে।
একটি মন্তব্য পোস্ট করুন