পুবের কলম প্রতিবেদক: সমকাজে সম বেতন সহ কয়েকদফা দাবিতে কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচী চালাচ্ছেন কারারক্ষীরা। এবার তার আচ পড়ল দমদম সংশোধনাগারে। সোমবার এই দাবিতে দমদম সেন্ট্রাল জেলের কারারক্ষীদের অবস্থানবিক্ষোভ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে এবিষয়টি দেখার জন্য আর্জি জানিয়েছেন।
মূলত কেন্দ্রীয় সংশোধনাগার মোতায়েন রয়েছে ৩১২ জন কারারক্ষী বাহিনী। তাদের দাবি করে কম্পেন্সাটরি পে এবং রেশন এলাউন্স দীর্ঘদিন ধরে একই রয়ে গেছে। সে ক্ষেত্রে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের বেড়েছে। সে ক্ষেত্রে কারারক্ষী বাহিনীর কোনও রকম বর্ধিত হারে অ্যালাউন্স এবং কম্পেন্সাটরি তারা পায় না সে ক্ষেত্রে একাধিকবার মুখ্যমন্ত্রী দফতরে আবেদন জানিয়ে কোনও সুরাহা হয় নি। তাদের বক্তব্য– এর আগে পুলিশের সঙ্গেই তাদের জন্য সার্কুলার বেরিয়েছে। পুলিশের মতোই তাদের ভোটের ডিউটি– হাসপাতালে ডিউটি করতে হয়। তাদের একইসঙ্গে প্রশিক্ষণও হয়। কোভিডেও তারা পুরদমে কাজ করে গিয়েছেন। তাতে বেশ কয়েকজন কারারক্ষী মারাও গিয়েছেন। কিন্তু– তারপরেও সরকার তাদেরকে আলাদা করে দেখছে। এদিন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে অবস্থান কর্মসূচিতে সামিল কারারক্ষী বাহিনীর কর্মীরা।
একটি মন্তব্য পোস্ট করুন