নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি: আন্দোনলরত কৃষকদের পাশে দাঁড়ালেন মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী ভট্টাচার্য। তাদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। শনিবার উত্তরপ্রদেশ সীমানার গাজিপুরে গিয়ে আন্দোলননরত কৃষকদের সঙ্গে দেখা করেন মহাত্মা গান্ধীর নাতনি।
জাতীয় গান্ধী মিউজিয়ামের চেয়ারপার্সন তারা গান্ধী ভট্টাচার্য কৃষকদের
শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন করেন। সেইসঙ্গে তিনি কেন্দ্রের কাছেও
কৃষকদের কথা সহমর্মিতার সঙ্গে বিচার করার আবেদন জানান।
মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী ভট্টাচার্যের সঙ্গে
ছিলেন গান্ধি স্মারক নিধির চেয়ারম্যান রামচন্দ্র রাহী, অল ইন্ডিয়া সর্ব সেবা সংঘের ম্যানেজিং ট্রাস্টি অশোক শরণ, গান্ধী স্মারক নিধির অধিকর্তা সঞ্জয় সিংহ ও জাতীয় গান্ধী মিউজিয়ামের অধিকর্তা এ আন্নামালাই।
ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) রাকেশ টিকায়েত জানিয়েছেন, মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী ভট্টাচার্য এখানে
কোনও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এখানে
আসেননি। তিনি এখানে এসে জানিয়েছেন কৃষকদের পাশে তিনি আছেন।
একটি মন্তব্য পোস্ট করুন