কর্ণাটক: জিলোটিন স্টিক বিস্ফোরণে মৃত্যু হল ৬ জনের। কর্ণাটকের চিকবাল্লাপুর জেলার হিরেনাগাভেলি গ্রামের ঘটনা। প্রাথমিক তদন্তে জানা গেছে, বনাঞ্চলের পাথর ভাঙার কাজের জন্য এই জিলেটিন স্টিকগুলো ব্যবহার করা হয়ে থাকে। জিলেটিন স্টিকগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে এই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মারা যায় ৬ জন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। গুডিবন্দে থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
খনি মন্ত্রী মুরুগেশ নিরানী জানিয়েছেন, একমাত্র লাইসেন্সধারীরাই এই জিলেটিন স্টিক নিয়ে কাজ করতে পারে। এই বিস্ফোরণের পিছনে কি ঘটনা আছে তা খতিয়ে দেখা হবে। কোনও অবৈধ কাজকর্ম চলছিল কিনা তারও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে ইয়েদুরিআপ্পা প্রশাসনের উদাসীনতার ফলে এই বিস্ফোরণের ঘটনা বলে অভিযোগ তুলেছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ডি কে শিবকুমার।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই ও স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরিআপ্পা ঘটনায় উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন