নয়াদিল্লি: পেট্রোল, ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭৬৯ টাকা। বেড়ে দাঁড়াল ৭৯৪ টাকা। একলাফে দাম বাড়ল ২৫ টাকা। ভরতুকি ও ভরতুকিবিহীন সব গ্রাহকদের জন্য একই দাম প্রযোজ্য হবে। ফেব্রুয়ারি মাসে এই নিয়ে তৃতীয়বার বাড়ল গ্যাসের দাম।
কলকাতায় বৃহস্পতিবার ১৪.২
কেজি ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বাড়ল। ফলে দাম বেড়ে হল ৮২০ টাকা ৫০
পয়সা। এই নিয়ে চলতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম মোট ১০০ টাকা বাড়ল। এর আগে ৪ ফেব্রুয়ারি ২৫ টাকা ও ১৫ ফেব্রুয়ারি ৫০ টাকা দাম
বেড়েছিল। গত বছর ডিসেম্বরেও দু’দফায় এলপিজি
সিলিন্ডারের দাম কলকাতায় ১০০ টাকা বেড়েছিল।
প্রসঙ্গত, বিগত কয়েক বছরে রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ভরতুকি ব্যবস্থাটি আর নেই বললেই চলে। বড় বড় মেট্রোশহরগুলি এই নিয়মের আওতায় পড়েছে।
এছাড়া সিলিন্ডার পিছু ভরতুকি বাবদ গ্রাহকদের
ব্যাঙ্কে কত টাকা জমা পড়বে, সে তথ্য জানানো আগেই বন্ধ হয়ে গেছে। তবে প্রত্যন্ত
ও দুর্গম এলাকার গ্রাহকেরা খুব কম পরিমাণে ভরতুকি পাবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব তেল
কোম্পানিগুলি।
একটি মন্তব্য পোস্ট করুন