পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: বিজেপি ও সিপিএম নেতা কর্মী সহ শতাধিক নেতা কর্মী তৃণমূলে যোগদান করলেন। সোমবার বিকেলে বসিরহাট মহকুমার বসিরহাট ১ ব্লকের মধ্যমপুর গোলাইচন্ডী হাই স্কুল মাঠ ও বসিরহাট ভ্যাবলার মাঠে দুটি পৃথক সভায় তৃণমূল নেতা মদন মিত্র ও দেবাংশু ভট্টাচার্যের প্রকাশ্য জনসভায় তারা যোগ দেন। উত্তর ২৪ পরগনা সিপিএমের জেলা পরিষদ সদস্য মোবারক মোল্লা ও বিজেপি কর্মী-সমর্থক মিলে শতাধিক তৃণমূলে যোগদান করেন ।
এদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি শাহানুর মন্ডল, শফিকুল দফাদার, বসিরহাট ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিফুল মন্ডল, নীলু ঘোষ, রাজ্য তৃণমূল যুব সাধারণ সম্পাদক বাদল মিত্র, তৃণমূলের রাজ্য ছাত্রনেতা সমিক রায় অধিকারী, বিধায়ক দিপেন্দু বিশ্বাস সহ এলাকার তৃণমূল নেতৃত্ব । মন্ত্রী মদন মিত্র বলেন, বিজেপি তৃণমূল নেতাদের নামের তালিকা তৈরি করে সিবিআই কে দিয়ে কাগজ ধরিয়ে দিচ্ছেন। এতে লাভ হবে না। প্রয়োজনে কলকাতার ধর্মতলায় বড় করে একটি ব্যানার লাগিয়ে সেখানে নাম লাগিয়ে দিন। নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, আন্তর্জাতিক ইন্টারপোল দিয়ে তদন্ত শুরু করার দাবি করছি।
ওই দিন রিমোট ঠিকঠাক কাজ করলে অন্তত ৫০০জনের মৃত্যু হত ,যা মুম্বাই তাজ অপেরা ২৬/১১থেকে আরো বড় ঘটনা ঘটে যেতো। মন্ত্রী বলেন, যে যাই বলুক২০২১ এর বিধানসভা নির্বাচনে ২২১আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আসবেন । আজ এখান থেকে বলে যাচ্ছি। না হলে মাথার চুল কামিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো।রাজ্যের বিজেপির রথ যতই ঘুরুক রথের চাকা পাংচার হয়ে যাবে। এখন থেকে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল তারা যোগাযোগ রাখার চেষ্টা করছে। আমরা একজন বিজেপি ফেরত নেতাকেও নেব না ।
একটি মন্তব্য পোস্ট করুন