উত্তরাখণ্ড, ১২ ফেব্রুয়ারি: তুষারধসের জেরে ভয়ঙ্কর একটি হ্রদ তৈরির চিত্র ধরা পড়ল উপগ্রহ চিত্রে। তুষারধসের কারণে ধ্বংসস্তুপের জন্যই এই হ্রদ তৈরি হয়েছে বলে জানা গেছে। আর এতেই আটকে গেছে ঋষিগঙ্গার নদী। ব্যাহত হচ্ছে ঊদ্ধারের কাজ। আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
এনডিআরএফ এর ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানিয়েছেন, ওই হ্রদ এলাকায় দল পাঠানো হয়েছে৷ এছাড়াও আকাশপথে ও ড্রোনের মাধ্যমে পরিস্থিতি খতিয়ে দেখার কাজ চলছে।ভিডিয়োর
মাধ্যমে ওপর থেকে বেশ কিছু ছবি পাওয়া গেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে কৃত্রিম যে হ্রদ তৈরি হয়েছে, তার আকার একটি ফুটবল মাঠের তিনগুণ৷ যে হ্রদ তৈরি হয়েছে, সেখানে দেখা
গেছে ধ্বংসস্তূপের দেওয়াল বরাবর জলস্তর বাড়ছে৷ ফলে নতুন
করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন