তেলেঙ্গানা: মুখ্যমন্ত্রীর জন্মদিন বলে কথা– তাতে আড়ম্বর থাকবে না? তাও আবার রাজ্যের জনপ্রিয় নেতার। তাই জন্মদিন পালন করতে দলের নেতা-মন্ত্রীরাও ময়দানে নেমে পড়লেন। যাঁর জন্মদিন নিয়ে এত তোলপাড়– তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। রাজনৈতিক মহল এবং দলে তিনি কেসিআর নামে পরিচিত। বুধবার ৬৮ বছরে পড়লেন তিনি।
প্রিয় নেতার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে নেতা-মন্ত্রীদের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। বাদ যাননি কেসিআর নিজেও। এ দিন সকালেই তিনি চলে যান হায়দরাবাদের ইয়েলম্বা মন্দিরে। সেখানে তাঁর মঙ্গল কামনায়। আড়াই কেজি ওজনের সোনার শাড়ি নিয়ে দেবীকে পুজো দেওয়ার জন্য হাজির ছিলেন তাঁর মন্ত্রিসভার পশুপালন মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব। কেসিআর নিজহাতে সেই শাড়ি দিয়ে মন্দিরে পুজো দেন।
বর্তমান আগুন বাজারে সোনা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। ২২ ক্যারেট সোনার দাম ৪৫ হাজারের বেশি। সেই হিসাবে সোনার তৈরি আড়াই কেজির শাড়ির মূল্য কত হতে পারে তার উত্তরটা অবশ্য তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কাছে আছে।
একটি মন্তব্য পোস্ট করুন