পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা ফিরল ব্যাঙ্কশাল নগর দায়রা আদালতে। সোমবার অমিত শাহ বা তাঁর প্রতিনিধিকে বিধাননগরের ‘এমপিএমএলএ আদালত’-এ স্বশরীরে হাজির হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু যে ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে– তা আদতে বিজেপির সদর দফতর– মূরলীধর সেন লেন। সূত্রের খবর– মামলাটি যেহেতু ব্যাঙ্কশাল নগর দায়রা আদালতে করা হয়েছিল– তাই সেখানেই ফেরত পাঠানো হয়েছে।
নগর দায়রা আদালতে আগামী ২১ মার্চ পরবর্তী শুনানি হবে।
জানা গিয়েছে, সমনের ভিত্তিতে বিধাননগরের সাংসদ বা বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালতে এদিন হাজিরা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আইনজীবী ব্রিজেশ ঝা। সমনে অমিত শাহর ঠিকানা ‘ভুল’ থাকার জন্য সেই মামলা ফেরানো হল ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতের কাছে। অমিত শাহর আইনজীবী এমনটাই জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন