বিশেষ প্রতিবেদক: স্বীকৃতিপ্রাপ্ত ২৩৫টি আনএইডডেড মাদ্রাসার শিক্ষকদের জন্য সুখবর। সূত্রের খবর– রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর এই মাদ্রাসাগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য মাসিক বেতন দেওয়া হবে বলে মঙ্গলবার নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয়– স্বীকৃতিপ্রাপ্ত এই আনএইডডেড মাদ্রাসার পড়ুয়ারাও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মতোই বিনামূল্যে বই– পোশাক– জুতো ও ব্যাগ পাবে। এর ফলে এই আনএইডডেড মাদ্রাসার শিক্ষক ও পড়ুয়াদের দীর্ঘদিনের একটি দাবিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পূরণ করলেন। এই নিয়ে আনএইডডেড মাদ্রাসার শিক্ষকরা ইতিপূর্বে আন্দোলনও করেছিলেন। মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের উদ্যোগ মাস কয়েক আগে ১৫৩টি আনএইডডেড মাদ্রাসার জন্য ৩১ কোটি টাকা বরাদ্দ করেছিল। পরিকাঠামো নির্মাণের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়। এরমধ্যে রয়েছে স্কুলের ক্লাসরুম– শৌচালয় নির্মাণ ও টিউওয়েলের বন্দোবস্ত।
আন্দোলনরত শিক্ষকরা মাইনেপ্রাপ্তি ও পড়ুয়াদের পোশাকের ব্যবস্থা করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, রাজ্য সরকার আনএইডডেড মাদ্রাসাগুলির উন্নতির লক্ষ্যে এগিয়ে এসেছেন। সূত্র থেকে জানা গেছে, ২৩৫টি মাদ্রাসার টিচার ইন চার্জরা মাসে ১৪ হাজার করে সাম্মানিক পাবেন। মাষ্টার ডিগ্রিধারী শিক্ষকরা পাবেন মাসে ১২ হাজার টাকা। গ্র্যাজুয়েট শিক্ষকদের দেওয়া হবে মাসে ৬ হাজার টাকা। ক্লার্করা পাবেন সাড়ে ৫ হাজার এবং পিওনরা ৫ হাজার টাকা করে মাসিক সাম্মানিক পাবেন। রাজ্য সরকারের এই ঘোষণা স্বাভাবিকভাবেই স্বীকৃতিপ্রাপ্ত আনএইডডেড মাদ্রাসাগুলির শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে। অনেকে আশা করছেন যে, বাকি যে সমস্ত আনএইডডেড মাদ্রাসা রয়েছে যারা পশ্চিমবাংলার প্রত্যন্ত অঞ্চলের নিরক্ষরতা দূরীকরণ এবং স্বাক্ষরতা বৃদ্ধির ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করছেন, তাদের প্রতিও সরকার আগামীতে সহায়তার হাত বাড়িয়ে দেবে।
একটি মন্তব্য পোস্ট করুন