পুবের কলম প্রতিবেদক: তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়ের করা মানহানি মামলায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হাজিরার নির্দেশ দিল আদালত। শুক্রবার বারাসতের এমপি– এমএলএ' দের জন্য বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে।
আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় অমিত শাহকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি কোনও কারণে হাজিরা দিতে না পারলে তার পরিবর্তে কোনও প্রতিনিধিকে তিনি আদালতে পাঠাতে পারবেন বলেও জানিয়ে দিয়েছে আদালত।
ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৮ সালের আগস্টে। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানান, ওই বছরের ১১ আগস্ট মেয়ো রোডে বিজেপির আয়োজিত ‘যুব স্বভিমান সমাবেশের Rally ’তে অভিষেকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন অমিত শাহ।
একটি মন্তব্য পোস্ট করুন