উত্তরাখণ্ড, ১৪ ফেব্রুয়ারি: সময় যত এগোচ্ছে ততই জীবিতভাবে নিখোঁজদের উদ্ধারের আশা কমছে। উত্তরাখণ্ডে হিমবাহ ধসে এখনও নিখোঁজ ১৬০ জন। এখনও এতগুলো মানুষের খোঁজ নেই। আর্র্ও ১২ জনের দেহ ্উদ্ধার হয়েছে। ্এ্ই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। তবে জলস্রোত বাড়তে থাকায় মাঝে মধ্যেই থমকে যাচ্ছে উদ্ধারের কাজ। তপোবন হিমবাহের সামনে উদ্ধারকারী দলের সঙ্গে প্রিয়জনের জন্য অধীর অপেক্ষায় আত্মীয় পরিজনরা। এখনও পর্যন্ত ৫০ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ধসে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে চামোলিতে নামানো হয়েছে সেনা । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী একজোটে কাজ করে চলেছে।
ঋষিগঙ্গার জল বাড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল।হিমবাহ ধসের কারণে উত্তরাখণ্ডের বেশ কিছু নদীতে রবিবারের ওই ঘটনার জেরে জলস্তর বাড়তে শুরু করেছিল ৷ বিপদ বুঝে উদ্ধারের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ফের উদ্ধারকার্য শুরু হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন