কলকাতা: মাদক সরবরাহের অভিযোগে সঙ্গী সহ গ্রেফতার বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। গ্রেফতার করা হয়েছে তার সঙ্গী বিজেপির যুব নেতা প্রবীর কুমার দে'কে। জানা গেছে, পুলিশের কাছে আগে্ই মাদক পাচারের খবর ছিল। সেই সূত্র ধরেই এদিন নিউআলিপুর থেকে দুজনকে গ্রেফতার করা হয়। দুজনেই তখন গাড়ির মধ্যে ছিলেন। কয়েক লক্ষ টাকার কোকেন সহ গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত ১০০ গ্রাম কোকেন।
হুগলির যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। সূ্ত্রের খবর, পামেলা ও তার সঙ্গী বিজেপি নেতা প্রবীর কুমার দে দুজনেই মাদকাসক্ত ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন