পুবের কলম প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে এবারে পশ্চিমবাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। আর নির্বাচন অনুষ্ঠিত হবে কোভিড মোকাবিলার যাবতীয় নিয়ম-কানুন মেনে। এই নিয়ম মানতে গিয়ে গত লোকসভা নির্বাচন থেকে নির্বাচনের তুলনায় ২৩ শতাংশ বুথ বাড়বে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভোট গ্রহণের জন্য ৬ লক্ষ কর্মী রাখা হয়েছে। এর বাইরেও আরও কয়েক লক্ষ কর্মী থাকবেন, যাঁরা অন্যান্য কাজ পরিচালনা করবেন।
২৩ শতাংশ বুথ বাড়ায় এ বছরে এই প্রথম নিয়োগ করা হচ্ছে মহিলাকর্মীদেরও। বাদ যাচ্ছে না কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাও। তাঁদের ভোটকর্মী হিসেবে নিয়োগ করতে যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তবে কমিশন এও জানিয়েছে উত্তেজনাপ্রবণ ও স্পর্শকাতর এলাকার বুথগুলিতে কোনওভাবেই মহিলা ভোটকর্মীদের পাঠানো হবে না।
একটি মন্তব্য পোস্ট করুন