পুবের কলম প্রতিবেদক: মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি'র পদের নিয়োগ পরীক্ষার দ্রুত ফল প্রকাশ করে নিয়োগের দাবি তুললেন প্রার্থীরা। বুধবার প্রার্থীদের একাংশ জানিয়েছে– বহুবার কমিশনকে ফল প্রকাশ ও নিয়োগের দাবি জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করেছে। আইনি জটিলতার কারণে এখনও গ্রুপডি পদের নিয়োগের ব্যবস্থা করা হয়নি। এই বিষয়টি নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
একটি মন্তব্য পোস্ট করুন