পুবের কলম প্রতিবেদক: স্কুল থেকে কলেজ। এবার বিশ্ববিদ্যালয়ও। বাদ থাকলো না কেউ। আসন্ন বিধানসভা নির্বাচনের ‘প্রিসাইডিং অফিসার’ হিসেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক গৌতম পালকে নিয়োগ করা হল। আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে অধ্যাপক মহলে। ইতিমধ্যে কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের ভোটে নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনকে একাধিক অধ্যাপক সংগঠন চিঠি দিয়েছে। অনেকে সমালোচনাও করেছেন।
ভোটের ডিউটি প্রসঙ্গে সহ-উপাচার্য গৌতম পাল জানান– সরকারি নির্দেশ মানতে আমার কোনও আপত্তি নেই। তবে আমার পদের প্রতি সম্মান দিয়ে তাঁর সমতা ও সম্মান অক্ষুন্ন রেখে দিতে হবে। মনে রাখতে
হবে,
আমি যে পদে আছি– তা কেন্দ্রীয় সরকারের কমিশনারের সমান। এই বিষয়ে নদিয়া জেলাশাসক পার্থ ঘোষ পুরো বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে জানিয়েছেন। সহউপাচার্যের ভোটে ডিউটি পড়া নিয়ে উপাচার্য মানস সান্যাল জানান– আমরা ইতিমধ্যে বিষয়টির প্রতিবাদ জানিয়েছি। ওয়েবকুপার নেতা সুজয় কুমার মণ্ডল জানিয়েছেন, এভাবে কোনওদিন আমাদের ডিউটি আসেনি। পদমর্যাদা দিকে তাকিয়ে প্রিসাইডিং অফিসার পদের ডিউটি দিলে কোনও আপত্তি ছিল না।
একটি মন্তব্য পোস্ট করুন