টরন্টো: চিনের শিনজিয়াং প্রদেশের বন্দি শিবিরে উইঘুর নির্যাতনের খবর কারোর অজানা নয়। এ নিয়ে বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলির অভিযোগের তালিকা বেশ লম্বা চওড়া। বহু দেশের জোট এবং একক ভাবে অনেক দেশও চিনের বিরুদ্ধে উইঘুর গণহত্যার অভিযোগ তুলছে।
বলা হচ্ছে– চিনই আধুনিক বিশ্বে একমাত্র এমন দেশ যে– মানবাধিকার লঙ্ঘনের সব সীমা ছাড়িয়েছে। এসব কারণেই কানাডার প্রধান বিরোধী দল ২০২২ সালের শীতকালীন অলিম্পিক চিন থেকে সরানোর দাবি জানিয়েছে। কানাডার কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল বলেন, ‘কানাডার উচিত হবে না চিনে খেলোয়াড়দের পাঠানো। কারণ, দেশটি উইঘুর গণহত্যায় অভিযুক্ত।’ আরও বলেন, ‘যদি অলিম্পিক চিন থেকে সরানো না হয় তাহলে প্রতিযোগিতা বয়কটের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’
একটি মন্তব্য পোস্ট করুন