টরন্টো: উইঘুর ইস্যুতে চিনের বিরুদ্ধে বরাবরই সরব থেকেছে কানাডা। এবার কানাডার নিম্নকক্ষ হাউস অব কমন্সে একটি প্রস্তাব পাস হয়েছে। এর মাধ্যমে শিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুরদের বিরুদ্ধে চিন সরকার যে গণহত্যা চালাচ্ছে তা স্বীকৃতি পেল। সোমবার কানাডার আইন প্রণেতারা একটি প্রস্তাব সংসদে তুলেছিলেন ভোটাভুটির জন্য । প্রস্তাবটির পক্ষে ভোট প্রদান করেন ২৬৬ জন সাংসদ, বিপক্ষে একটিও ভোট পড়েনি। প্রস্তাবটি মান্যতা পাওয়ার পর জানানো হয়, ‘উইঘুর ও সংখ্যালঘু তুর্ক মুসলিমদের বিরুদ্ধে স্পষ্টতই গণহত্যা চালানো হচ্ছে।’ গণহত্যা বন্ধ না করলে চিনে অলিম্পিক আয়োজন নিষিদ্ধের বিষয়টিও প্রস্তাবে তোলা হয়েছিল। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর মন্ত্রিসভা সদস্যরা ভোট দানে বিরত থাকলেও বিরোধী দলীয় কনজারভেটিভ পার্টির সাংসদরা প্রত্যেকেই ভোট দিয়েছেন প্রস্তাবের পক্ষে।
একটি মন্তব্য পোস্ট করুন