দিল্লি: ব্যাঙ্কের একাধিক নিয়মে রদবদল। সোমবার– ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে একগুচ্ছ নয়া নিয়ম। সেই নিয়ম জানা না থাকলে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের।
আইএফসি কোড থেকে চেক– ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে এলাহাবাদ ব্যাঙ্ক মিশে গিয়ে এই পরিবর্তন হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রাত ৯ টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংযুক্তিকরণের প্রক্রিয়া চলে।
ব্যাঙ্কিং পরিষেবার নয়া নিয়ম এক নজরে
১) নতুন আইএফসি কোড
নয়া নিয়মের আওতায় পুরনো আইএফসি কোড আর বৈধ নয়। এলাহাবাদ ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের– নতুন ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমে কোড (আইএফসি) কোড নিতে হবে। না হলে আর্থিক লেনদেনে করা যাবে না। ১৫ ফেব্রুয়ারির পর থেকে নতুন নিয়ম মেনে গ্রাহকদের ইন্ডিয়ান ব্যাঙ্কের আইএফসি কোড (আইডিআইবি) ব্যবহার করতে হবে।
২) কোড গ্রাহকরা কিভাবে পাবে
পুরনো আইএফসি কোড দিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটে www.indianbank.in/amalgamation
গিয়ে নয়া কোড পেতে পারবে। এছাড়াও নিজের রেজিস্টার নম্বর দিয়ে ৯২৬৬৮০১৯ নম্বরে মেসেজ করেও আইএফসি কোড পাওয়া যাবে। সেক্ষেত্রে আইএফসি<স্পেস> <পুরনো আইএফসি কোড> লিখে ৯২৬৬৮০১৯
মেসেজ পাঠাতে হবে।
৩) নেট ব্যাঙ্কিং পরিষেবা
নেট ব্যাঙ্কিং পরিষেবা পেতে গেলে গ্রাহকদের indianbank.net.in
তে লগইন করতে হবে। তবে সমস্ত পরিষেবা পাওয়া যাবে।
৪) চেক ও পাস বই
ব্যাঙ্কের শাখা থেকে গ্রাহকরা তাদের নতুন পাস বই সংগ্রহ করতে পারবে। তবে যতক্ষণ না চেক শেষ হচ্ছে বা যাদের ছমাসের মধ্যে চেক বইয়ের মেয়াদ ফুরোচ্ছে ততদিন তারা পুরনো চেক বই ব্যবহার করতে পারবে।
৫) মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা
মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা জন্য গ্রাহকদের IndOASIS
অ্যাপ ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোর ও আইওএস প্ল্যাটফর্মে এই অ্যাপ পাওয়া যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন