মধ্যপ্রদেশ: করোনার দ্বিতীয় স্ট্রেন মাথাচাড়া উঠছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের কয়েকটি জেলায় লকডাউন, নৈশ কারফিউ জারি হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আগাম সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দুসপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে লকডাউনের পথে হাঁটবে রাজ্য।
এবার মধ্যপ্রদেশের বালাঘাটে জারি হল নাইট কারফিউ। করোনার ভয়াবহতা রুখতে আগেভাগেই সতর্কতা অবলম্বন করল রাজ্যের সরকার।মহারাষ্ট্র থেকে রাজ্যে প্রবেশে স্ক্রিনিং টেস্টের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ভোপাল থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত বালাঘাট। মহারাষ্ট্রেরও খুব কাছেই এই শহরটি।
জেলা প্রশাসন জানিয়েছে, জরুরি
পরিস্থিতি হিসেবে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। সেইসঙ্গে
সামাজিক অনুষ্ঠান, জমায়েত বন্ধের ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিশেষ ক্ষেত্রে
প্রশাসনের অনুমতি নিতে হবে।
এদিকে মহারাষ্ট্রে সোমবার ৫২১০ জন
নতুনভাবে সংক্রামিত হয়েছে। তিনদিনে মোট আক্রান্ত ৬০০০।
একটি মন্তব্য পোস্ট করুন