পুবের কলম প্রতিবেদক: রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। পারদও উর্ধমুখী হচ্ছে প্রতিদিনই। সোমবার দিনের পারদ ছুঁয়েছে ৩০.২ ডিগ্রি সেলসিয়াসে এবং রাতের পারদ পৌঁছেছে ২০.৮ ডিগ্রিতে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের পারদ স্বাভাবিকের ৩ ডিগ্রি ওপরে উঠল। আর এরইমাঝে বLবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার থেকে তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
আজ থেকে বেলা বাড়তেই আকাশে ধিরে ধিরে মেঘলা হয়ে যাবে আকাশ। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে– হাওড়া– পশ্চিম বর্ধমান– পূর্ব মেদিনীপুর– ঝাড়গ্রাম– পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং– দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মহানগর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরফলে সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে– একটি ঘূর্ণাবর্ত থাকার ফলে এই বৃষ্টির সম্ভাবনা। মেঘলা থাকলে স্বাভাবিকভাবেই রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। প্রসঙ্গত– এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ।
একটি মন্তব্য পোস্ট করুন