পুবের কলম প্রতিবেদক: ভোটের আগে দক্ষিণ ২৪ পরগণার দলীয় নেতা শুভঙ্কর মজুমদারকে পদ থেকে সরিয়ে দেওয়ায় বিপাকে পড়ল বিজেপি। দলের অন্দরেই ক্ষোভ তৈরি হল। আর এর প্রতিবাদে রবিবার দলের রাজ্য সদর দফতরের সামনে ক্ষোভ উগরে দিলেন বিজেপির সমর্থকরা। এদিন দলের সদর দফতরের সামনে বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভ থামাতে তিনি বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। কিন্তু– আশ্বাস পেয়েও অবশ্য বিক্ষোভে অনড় থাকেন সমর্থকরা। এ নিয়ে শীর্ষ নেতৃত্বের কাছ থেকে কোনও বক্তব্য না শুনে তারা যাবেন না বলে জানান।
উল্লেখ্য, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছিল দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীদের জানিয়েই দলীয় নেতাদের পদ সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রেই তাদের অনুমতি ছিল কি না তাও এদিন জানতে চান দলের ক্ষুব্ধ কর্মীরা।
একটি মন্তব্য পোস্ট করুন