পুবের কলম প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই প্রথম দক্ষিণ কলকাতায় ‘একুশে বই উৎসব' করতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ ও যোধপুর পার্ক উৎসব কমিটির সহযোগিতায় আয়োজিত ওই উৎসবজুড়ে উদ্যাপন করা হবে বাংলা ভাষা– সাহিত্য ও সংস্কৃতির নানা দিক।
গিল্ড-এর তরফে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানানো হয়েছে। উদ্যোক্তারা আরও জানিয়েছেন, আগামী ২১ ফেব্রুয়ারি– রবিবার সন্ধেবেলা শুরু হবে ‘একুশে বই উৎসব' চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উৎসব চলবে। বই কেনাকাটার পাশাপাশি প্রতিদিনই থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চক্র।
একটি মন্তব্য পোস্ট করুন