পুবের কলম প্রতিবেদক: সারদাকাণ্ডে এবার কন্ঠস্বরের নমুনা নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, সারদাকর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের পর এই মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করবে সিবিআই।
প্রসঙ্গত, এর আগে আসিফ খানের কন্ঠস্বরের নমুনা নিয়েছিল সিবিআই। আর্থিক লেনদেন সংক্রান্ত একটি কল রেকর্ড খতিয়ে দেখার জন্য তার স্বরের নমুনা নিয়েছিল সিবিআই। পাশাপাশি নারদ ও রোজভ্যালি কাণ্ডে শুভ্রা কুন্ডুর বয়ান নেওয়ার বিষয়েও তদন্তকারী অফিসাররা কথা বলেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন