পুবের কলম প্রতিবেদক: দিন বদলের সঙ্গেই বদলাচ্ছে ধরণা– বিক্ষোভ– আন্দোলনের আঙ্গিক। আন্দোলনকে সকলের সামনে তুলে ধরতে বহুলাংশে ব্যবহার হচ্ছে সোশ্যাল নেটওয়র্কিং সাইট। সেই পথ যে বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষক ও শিক্ষামিত্ররা নেয়নি তা নয়। কিন্তু আন্দোলনই সার বছরের পর বছর ধরে বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি আদায়ের চেষ্টা বিফলে গিয়েছে। এবারে এক অভিনব আন্দোলনের পথ বেছে নিলেন পার্শ্ব শিক্ষকরা। তাদের দুর্দশাগ্রস্ত দিনগুজরানের কাহিনী দেখল গোটা রাজ্য। কিছু পার্শ্ব শিক্ষক ও শিক্ষামিত্র পুলিশের নজর এড়িয়ে একেবারের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে।
দীর্ঘ সময় ধরে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার দ্বারস্থ হয়ে– আন্দোলন করে কোনও ফল না হওয়ায় শেষমেশ খোদ মুখ্যমন্ত্রীর কাছে দরবার করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। এদিকে ভিআইপি জোনে এইভাবে পুলিশের নজর এড়িয়ে পৌঁছে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র। মঙ্গলবার বেলা ১০টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে আদি গঙ্গা সংলগ্ন এলাকায়।
একটি মন্তব্য পোস্ট করুন