পুবের কলম প্রতিবেদক: কোনও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ভার্চুয়াল বা অনলাইন সেমিনারের আয়োজন করতে গেলে কেন্দ্র সরকারের অনুমতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলিকে সেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। এবার সেই নির্দেশিকার বিরোধিতা করে কেন্দ্রকে চিঠি পাঠালেন রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে রাজ্যের অধিকার খর্ব করা হচ্ছে বলে একাধিকবার সরব হয়েছেন মু্খ্যমন্ত্রী। এবার শিক্ষাসংক্রান্ত বিষয়ে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত। তবুও রাজ্যকে না জানিয়েই এই ধরণের নির্দেশনামা জারি করেছে কেন্দ্র। অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একটি মন্তব্য পোস্ট করুন