তেল আবিব: মহাজাগতিক প্রাণ নিয়ে আলোচনার শেষ নেই। কেউ বলেন ভিনগ্রহীরা রয়েছে, আবার অনেকে এই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন হাসির ছলে। তবে ইসরাইলের স্পেস প্রোগ্রামের প্রাক্তন প্রধান হাইম এশেদের নয়া দাবি ঘিরে মহাকাশ বিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে। এশেদ দাবি করছেন, আমেরিকা ও ইসরাইলের সরকার এলিয়েন বা ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে এবং মহাকাশে এলিয়েনদের সম্মিলিত একটি শাসনব্যবস্থাও রয়েছে যাকে ‘গ্যালাকটিক ফেডারেশন’ বলে ডাকা হচ্ছে। এর আগে ইসরাইলের স্পেস প্রোগ্রামের প্রধানের দায়িত্বে ৩০ বছর ছিলেন হাইম এশেদ। এখন তিনি বলছেন– এলিয়েন সভ্যতার সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয়ে এখনও তৈরি নয় মানব সভ্যতা।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়েও বিস্ফোরক দাবি করেছেন এশেদ। বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প বিশ্বকে এলিয়েনদের গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন– তবে তার আগেই তাঁকে আটকে দিয়েছিলেন এশেদ। মহাজাগতিক প্রাণ নিয়ে এশেদের তৈরি একটি গবেষণা রিপোর্ট প্রকাশ পেতে চলেছে ‘দ্য ইউনিভার্স বিয়ন্ড দ্য হরাইজন’ নামক এক বইয়ে। তার আগে ৮৭ বছরের এশেদ বলছেন– ‘ভিনগ্রহীরা তাদের অস্তিত্বের কথা সকলকে জানাতে নিষেধ করেছে– কারণ মানুষ এখনও তৈরি নয়।’ আরও বলেন– ‘ওরা মানব সভ্যতার বিকাশের অপেক্ষা করছে– অপেক্ষা করছে স্পেস ও স্পেসশিপ বিষয়ে মানুষের জ্ঞান তৈরি হওয়া নিয়ে।’
একটি মন্তব্য পোস্ট করুন