গুয়াহাটি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমগ্র অসমকে ‘স্পর্শকাতর অঞ্চল’বলে ঘোষণা করলেন রাজ্যপাল জগদীশ মুখী। চলতি মাসের ২৭ তারিখ থেকে এই আদেশ বলবৎ থাকবে।
এক সরকারি বিবৃতিতে অসম সরকার জানিয়েছে, সশস্ত্র বাহিনীর (স্পেশাল পাওয়ার) ১৯৫৮ সালের আইনের ৩ ধারা অনুযায়ী অসমের রাজ্যপাল জগদীশ মুখী সমগ্র রাজ্যকে ‘স্পর্শকাতর' বলে ঘোষণা করেছেন। ২৭ মার্চ থেকে এই আদেশ কমপক্ষে ৬ মাস বলবৎ থাকবে।
প্রসঙ্গত, গতবছর ২৮ আগস্ট থেকে ‘স্পর্শকাতর অঞ্চল’ঘোষণার মেয়াদ ছ’মাসের জন্য বৃদ্ধি করা হয়েছিল অসম সরকারের পক্ষ থেকে। তখন অসমের বিজেপি সরকারের যুক্তি ছিল, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে জঙ্গি তৎপরতা এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্যই সমগ্র অসমকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। এবার অবশ্য অসম সরকার নির্দিষ্ট কোনও কারণ দর্শায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন