কলকাতা: কিছুটা হলেও স্বস্তি। লাগামছাড়া বেড়ে চলা জ্বালানি মূল্যতে কিছুটা হ্রাস টানল রাজ্য। রবিবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, আগামীকাল রাত ১২টার পর থেকে পেট্রোল, ডিজেলে লিটার পিছু এক টাকা করে ছাড় দেবে রাজ্য সরকার। পেট্রোপণ্যের সেসে একটাকা ছাড়। রাজ্যের হাতে থাকা সেস থেকে এক শতাংশ ছাড় দিয়ে সাধারণ মানুষের কাছে এই সুবিধা দেওয়া হচ্ছে। অমিত মিত্র আরও জানান, এর আগেও যখন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল তখন রাজ্যের সাধারণ মানুষের কথা মাথায় রেখে এক টাকা ছাড় দিয়েছিল রাজ্য সরকার।
এদিন ভার্চুয়াল সভাতে
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অমিত মিত্র বলেন, পেট্রোল, ডিজেলে কেন্দ্র
উভয় ক্ষেত্রে ৩২ টাকা ও ৩৬ টাকার মতো সেস পায়। তাও সাধারণ মানুষের দিকে তাকানোর
সময় নেই কেন্দ্র সরকারের।
একটি মন্তব্য পোস্ট করুন