আঙ্কারা: উসমানীয় সভ্যতা সম্পর্কিত সব ধরনের ছাপা লেখাকে ডিজিটালি পেশ করতে একটি অনলাইন ডিজিট্যাল প্রজেক্ট খুলতে চলেছে তুরস্ক। এই পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছে ‘উইকিলালা’ যা শুনতে অনেকটা উইকিপিডিয়ার মতোই। উইকিলালার কাজটিও পুরোপুরি উইকিপিডিয়ার মতো। অনলাইনে উইকিলালা বলে সার্চ করলেই খুলে যাবে নতুন এক সার্চ ইঞ্জিন। এরপর সেখানে গিয়ে উসমানীয় বা অটোমান সভ্যতা সম্পর্কে যেকোনও তথ্য জানা যাবে এক ক্লিকে।
প্রকাশিত সব ধরনের প্রিন্টেড লেখা যা নানান সময়ে বই– ম্যাগাজিন– খবরের কাগজ ও অন্যান্য পুঁথিতে উল্লিখিত রয়েছে সেসবই নতুন এক ডিজিটাল আঙ্গিকে খুঁজে পাবেন জ্ঞানপিপাসুরা। তুরস্কের প্রথম ডিজিটাল লাইব্রেরি নির্মাতা সংস্থা হাইপারলিঙ্ক এই পরিকল্পনাটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
হাইপারলিঙ্কের প্রজেক্ট ম্যানেজার হারুন তুনসের বলছেন– ১৯২৮ সালে জাতীয় বর্ণমালায় সংস্কার সাধনের পর থেকেই তুরস্কে লাতিন অক্ষরের আবির্ভাব ঘটে– যার ফলে অটোমান সভ্যতা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে তুরস্ক। আধুনিক শিক্ষা পরিকাঠামোর অধীনে অটোমানদের সংস্কৃতি সমাজ ও রাজনীতি কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রজেক্ট ম্যানেজার তুনসেরেরের কথা থেকে জানা যায়, অটোমানদের বিভিন্ন দলিল ও তথ্য প্রকাশ পাওয়ার অপেক্ষায় রয়েছে। এ থেকে ইব্রাহিম মুতাফেরিকাকেও জানতে পারবে মানুষ যিনি প্রথম মুসলিম হিসাবে আরবি হরফ সম্বলিত ছাপাখানা নির্মাণ করেছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন