উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের তুষারঝড়ের ঘটনায় নিখোঁজ ১৩৬ জনকে মৃত বলে ঘোষণা করল রাজ্য সরকার। টানা ১৪ দিন ধরে সব রকম প্রতিকূলতাকে উপেক্ষা করে উদ্ধারকাজ চালাবার পর এই কথা ঘোষণা করে উত্তরাখণ্ড প্রশাসন। সোমবার সরকারের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ‘নিখোঁজ ১৩৬ জনকে মৃত বলে ঘোষণা করা হল’।
সোমবার পর্যন্ত ৬৮টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১৪ জনের দেহ তপোবনের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ভিতর থেকে উদ্ধার করা হয়।
সাধারণভাবে নিখোঁজদের ক্ষেত্রে সাত বছরের আগে মৃত বলে ঘোষণা করা হয় না। কিন্তু উত্তরাখণ্ডের চামোলি বিপর্যয়ের ক্ষেত্রে ১৯৬৯ সালে ‘জন্ম ও মৃত্যু আইন’ অনুযায়ী সাত বছরের আগে
এই ঘোষণা করা হল।
নিখোঁজদের ক্ষেত্রে তিনটি ক্যাটাগোরিতে তাদের ভাগ করা হয়েছে। প্রথম তালিকায় থাকছে যারা বিপর্যয় এলাকার খুব কাছাকাছি থাকতেন। দ্বিতীয় তালিকায় থাকবে যারা উত্তরাখণ্ডের অন্য জেলার বাসিন্দা, তৃতীয় তালিকায় স্থান পাবে উত্তরাখণ্ডে কাজে আসা অন্য রাজ্যের বাসিন্দা।
রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন