পুবের কলম প্রতিবেদন, ১২ ফেব্রুয়ারি: প্রায় ১১ মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে স্কুল খুলছে। তবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরই স্কুলে ক্লাস নেওয়া হবে। কোভিডের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল। এতদিন ধরে অনলাইনে চলছিল পঠন–পাঠন। তবে কোভিডের প্রকোপ কিছুটা কমে যাওয়ায় অবশেষে আজ শুক্রবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে ক্লাস চালু হচ্ছে। দফতর সূ্ত্রে জানা গিয়েছে, কোভিড নিয়মাবলী মেনেই ক্লাস হবে পড়ুয়াদের।
শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া, শিক্ষার্থী সকলকেই
কোভিড নিয়মাবলী মেনে স্কুলে যেতে বলা হয়েছে। মুখে মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে রাখতে
বলা হয়েছে সকলকেই। মাস্ক পরার আগে ও পরে হাত ভালো করে ধুয়ে ফেলারও পরামর্শ দিয়েছে শিক্ষা
দফতর।পড়ুয়াদের জলের বোতল, টিফিন, এমনকি শিক্ষণ সামগ্রী বিনিময় করা যাবে না। শিক্ষাদফতরের
তরফে ৫২ পাতার নির্দেশিকা মেনেই প্রতিটি স্কুলে
স্যানিটাইজ করার কাজ শেষ হয়েছে।কলকাতার হিন্দু স্কুলের পড়ুয়াদের তিনটি দফায় ক্লাস নেওয়া
হবে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত।
পাশাপাশি, একাধিক স্কুল টিফিনের পরিবর্তে টানা
ক্লাস করার সিন্ধান্ত নিয়েছে।
þ
একটি মন্তব্য পোস্ট করুন