আমরোহা: স্বাধীন ভারতে এই প্রথম একজন মহিলা অপরাধীকে ফাঁসি দেওয়া হবে। আমরোহা জেলার হাসানপুরের বাসিন্দা শবনম। বাবনেখেড়ি গ্রামের এক শিক্ষকের একমাত্র মেয়ে সে। কিন্তু সেলিম নামের স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে শবনম। সুফি পরিবারের মেয়ে শবনম ইংরেজি ও ভূগোলে এমএম পাশ করেছিলেন।
অন্যদিকে– প্রেমিক সেলিম ক্লাস ফাইভ ফেল এবং দিনমজুর হিসাবে কাজ করত সে। ফলে শবনমের সঙ্গে সেলিমের সম্পর্ক বাড়ির লোক মেনে নেয়নি। এরপর ২০০৮ সালের ১৪ এপ্রিল রাতে প্রেমিক সেলিমের সঙ্গে বাবা– মা– দশ মাসের ভাইপো সহ পরিবারের সাতজনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছিল শবনম। এই নৃশংস ঘটনায় শবনমকে দোষী সাব্যস্ত করেছে সুপ্রিম কোর্ট। মথুরা জেলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের নির্দেশ দিয়েছে। শবনমের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি।
প্রসঙ্গত, আজ থেকে দেড়শো বছর আগে মহিলাদের ফাঁসি দেওয়ার জন্য মথুরা জেলেই তৈরি হয়েছিল আলাদা একটি ঘর। কিন্তু তারপর থেকে আজ অবধি সেখানে কোনও মহিলা অপরাধীর প্রাণদণ্ড কার্যকর করা হয়নি। স্বাধীনতার পর এই প্রথম দেশে এক মহিলার ফাঁসির প্রস্তুতি শুরু হল।
একটি মন্তব্য পোস্ট করুন